Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

পুলিশ সুপারের কার্যালয়টি নেত্রকোণা জেলা শহরের প্রাণকেন্দ্রে সার্কিউ হাউজ সংলগ্ন দক্ষিণের দেওয়াল ঘেঁষে নতুন ভবনে অবস্থিত। উক্ত ভবন গণপূর্ত বিভাগ কর্তৃক ১৯৮৭ সালে নির্মিত। ১৯৯২ সালে আনুষ্ঠানিক উদ্ভোধনের মাধ্যমে এ অফিসের নবযাত্রা শুরু হয়। এ বিল্ডিং-এর নিচ তলায় জেলা বিশেষ শাখা (ডিএসবি), জেলা গোয়েন্দা শাখা, ২য় তলায় পুলিশ সুপারের অফিস এবং ৩য় তলায় সিআইডি অফিস অবস্থিত।

 জনবলঃ

নেত্রকোণা জেলা পুলিশের জন্য মোট মঞ্জুরীকৃত জনবল ১২৭৬ জন। তন্মধ্যে নিরস্ত্র শাখায় ৮০৮ জন এবং সশস্ত্র শাখায় ৪৬৮ জন। এছাড়া ৫৬ জন সিভিল কর্মকর্তা ও কর্মচারী রয়েছে।

 কাযক্রমঃ

পুলিশের কাজ প্রচলিত আইন-কানুন ও বিধি বিধান দ্বারা নিয়ন্ত্রিত। সব অঞ্চলেই পুলিশের ধরণ ও প্রকৃতি একই রকম।

যদিও অঞ্চল ভেদে স্থানীয় পুলিশ প্রধানের অপরাধ নিয়ন্ত্রণের কৌশলে কিছুটা পরিবর্তন হতে পারে। সুতরাং অন্যান্য জেলা তথা সমগ্র বাংলাদেশের পুলিশের মতই নেত্রকোণা জেলা পুলিশ কাজ করে। যেমন-

  •  অপরাধের কারণ অনুসন্ধান ও অপরাধ/অপরাধী সনাক্তকরণ।
  • অপরাধ নিবারণ ও অপরাধী গ্রেফতার।
  • অপরাধীদের আদালতে সোপর্দকরণ।
  • আইনের শাসন প্রতিষ্ঠা।
  • অংশীদারিত্বমূলক পুলিশিং ব্যবস্থা চালু।
  • অপরাধের উৎস নির্ধারণ ও যথাসময়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিতকরণ।
  • জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতঃ দেশের অগ্রযাত্রায় ভূমিকা পালন।
  • আইন, বিধি ও বিভিন্ন সময়ে সরকার কর্তৃক জারীকৃত আদেশ, নির্দেশ পালন।

যোগাযোগঃ

পোস্টাল ঠিকানাঃ পুলিশ সুপার, নেত্রকোণা, পোস্ট কোড-২৪০০

ফোন-০৯৫১/৬১২০১(কন্ট্রোল রুম), ৬১৩৩১ (পুলিশ সুপার)

ফ্যাক্স-০৯৫১/৬১৪৪৯

মোবাইল-০১৭১৩৩৭৩৪৯৭।

ই-মেইলঃ spnetrokona@police.gov.bd